|
Date: 2023-11-28 13:28:35 |
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও -২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়াই করার ঘোষণা করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েল। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন। ঠাকুরগাঁও -২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। পরে মনোনয়ন না পেয়ে নেতাকর্মীদের অনুরোধে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।
আলী আসলাম জুয়েল বলেন, ‘দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনেই আমি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছি। দল থেকে আগেই নির্দেশনা আছে যে, চাইলে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়া যাবে। আমি ঠাকুরগাঁও -২ নির্বাচনী এলাকাবাসীর সেবা করতে চাই।
আমি সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী। উল্লেখ্য যে , দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও -২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ আলহাজ্ব দবিরুল ইসলামের জ্যেষ্ঠপুত্র ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলাম সুজন।
© Deshchitro 2024