|
Date: 2023-11-28 13:47:42 |
চিলেকোঠার নিরব ঘরে একাকী তার বাস
কোলাহল এ শহরের বুক ছিড়ে খায়,
আলো আধারে দিন কেটে যায়,
লোকালয়ে আসতে তার নেই কোনো হাসফাস।
অপরিচিত জন,স্বজন-কুজন সেও নয় পরিচিত
নীরব ছাদে একাকী জীবনে
প্রেম ভালোবাসা কখনো ডাকেনি তারে
প্রশংসায় মন ভোলায় কে কবে, জীবন্ত জীবন মৃত।
মায়াবিনী মুখ সোনায় সোহাগা, এই শহরে সে রুপের নায়িকা
দৃষ্টিতে যেন চোখ সরেনা
হর্ণ বেজে যায় কখনো থামে না
তার অবয়ব নেশার সরাব,ডুবে ডুবে দেখে সাধ মেটে না।
এই শহর আজও আলোয় সাজা
উঠে বসে আছে আজও শুকতারা
মন কেঁপে ওঠে খানিক পরে
চোখ যবে যায় ওপারে ছাদে।
চিলেকোঠা আজও শান্ত নিরবে
ব্যস্ত শহরে শব্দ দূষণে, হঠাৎ-ই যেন সন্ধ্যা নেমেছে
দুর হতে ভেজা চুলের গন্ধ ভেসে আসে
উৎস যেন ওপারে চার দেয়ালের কবরে।
চিলেকোঠা থেকে কবরের খবর জানা যায়!
বাতাসে খবরের পত্রিকা ওড়ে।
শহরের মায়া আটকালো না তারে
সেথায় সে ঘুমায় শীতল মাদুরে,
ব্যকুল হৃদয় বাজ পড়ে ফাটে হায়
কেঁদে যায় চোখ তার ব্যবচ্ছেদে।
•••••••
লেখক: আকাদুল্লাহ
শিক্ষার্থী, ঢাকা কলেজ
© Deshchitro 2024