|
Date: 2023-11-28 13:56:32 |
তানভীর হোসেন
একজন রক্তদাতা নিজের মূল্যবান সময় ব্যয় করে একজন মূমুর্ষ্য রোগীকে রক্ত দান করার জন্য হাসপাতালে ছুটে যান। হাসপাতালের রক্ত দেওয়ার আগে রক্তদাতা কে বারবার কল করে জিঙ্গাস করা হয় আসতেছে কী না?কত পথ অতিক্রম করেছে জানার জন্য। কিন্তু এমন অনেক পরিবার আছে যারা রক্তদানের পর রক্তদাতার কোনো খুঁজখবর নে না।
এখন কার বেশিরভাগ রক্তদাতা হচ্ছে শিক্ষার্থী।তারা বিভিন্ন হোস্টেলে থেকে পড়াশোনা করেন।রক্ত দানের পর তাদের একটু খুঁজ খবর নিবেন।সম্ভব হলে কিছু ফল মুল ক্রয় করে দিবেন।আসা যাওয়া খরচ দিবেন। রোগীর পরিবারের সুন্দর ব্যবহারের ফলে রক্তদাতা পরবর্তী বার রক্ত দানে উৎসাহিত হবে। রোগীর পরিবার যদি তাদের সাথে সুন্দর ব্যবহার না করে তাইলে তারা পরবর্তী বারে রক্তদানে আগ্রহ প্রকাশ করবে না।
রক্তদাতা মনে করবেন আমরা নিজের কাজ রেখে তাদের রোগী কে বাঁচানোর জন্য হাসপাতালে ছুটে যায় এবং রক্ত দান করি। কিন্তু তারা রক্তদানের পর আমাদের মূল্যায়ন করে না। আবার অনেক পরিবার আছে অন্য ধর্মের কারো কাছ থেকে রক্ত নিতে চাই না। অন্য ধর্মের কেউ রক্ত দান করতে গেলে খারাপ বাসাই ব্যবহার করে বিধর্মীদের রক্ত নিবেন না বলেন।
কিন্তু অন্য ধর্মের কোনো রক্ত দাতা প্রশ্ন করে নাই আমি বিধর্মীকে কেন রক্ত দিব। তাইলে আপনি কীভাবে বলতে পারেন বিধর্মীদের রক্ত নিবেন না। মনে রাখবেন রক্তের কোনো ধর্ম নেই।
তাই আসুন রক্তদাতার সাথে সুন্দর ব্যবহার করি। রক্ত দাতার খুঁজখবর নিবেসন। রোগীর পরিবারের সুন্দর ব্যবহার ফলে নতুন নতুন রক্ত দাতা তৈরি হবে ।
© Deshchitro 2024