|
Date: 2023-11-28 16:57:33 |
প্রয়োজন আর প্রিয়জন পাশাপাশি চলে।
ফুরালে প্রয়োজন, প্রিয়জন প্রায়ই যায় চলে,
যোজন যোজন দূরে।
কখনো সখনো ব্যতিক্রমও দু'চারটি ঘটে।
এটাই যেন বিধির বিধান।
কী সংসারে, কী প্রতিষ্ঠানে।
কী রাজনীতি, কী অর্থনীতি আর সমাজনীতিতে।
দেশের সীমানা পেরিয়ে সমগ্র বিশ্বে,
অমোঘ এ সত্য মেনে নিয়েছে অকপটে।
এ রকম হওয়ার কথা ছিল না,
স্বার্থপরতার চতুষ্কোণে এটাই এখন বাস্তবতা।
© Deshchitro 2024