|
Date: 2023-11-29 10:20:53 |
আমার-আপনার একটু সহযোগিতায় হয়ত সুস্থ ভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারে মোঃ মাসুদ রানা । ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মাসুদ রানা । 'মেসার্স মারিয়া টেলিকম' নামীয় ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা পূর্বক পরিবারের ৪ সদস্যের সাংসারিক ব্যায়ভার করত তিনি । কিন্তু এক বছর যাবত কমলের হার বেড়ে যাওয়া এবং বাম পায়ের পিছনের রগ শুকিয়ে যাওয়াসহ শারীরিক রোগে আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা পরিচালনা করে আসছেন । চিকিৎসার ব্যায়ভার বহন করতে গিয়ে এখন তিনি সর্বস্বান্ত । চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উক্ত রোগের উন্নত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে সার্জারি করা সহ শারীরিক রোগের উন্নত চিকিৎসা করা একান্ত প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক ।
তাই তার সু-চিকিৎসার জন্য সমাজের বিত্তশালী, দানশীল, হৃদয়বানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। যদি সকলে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি আমরা, তাহলে অতি শীঘ্রই তিনি সু-চিকিৎসা পাবেন বলে আশাবাদী। সকলের সহযোগিতায় ফিরে পেতে পারে তিনি স্বাভাবিক জীবনের পথচলা।
সাহায্য পাঠানোর ঠিকানা- মোঃ মাসুদ রানা
বিকাশ /নগদ পার্সোনাল নাম্বর- ০১৭৩৭৪১৯১০৩
© Deshchitro 2024