◾ আন্তর্জাতিক ডেস্ক 


ইউক্রেনের জাপোরিঝিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় প্রথমে ১৭ জন নিহত হয়েছে বলে দাবি করলেও পরে সেই সংখ্যা ১২ জনে নামিয়ে এনেছে দেশটি। তাছাড়া অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে নগর কর্তৃপক্ষের ভাষ্য।


ক্রিমিয়ার সেতুতে বিধ্বংসী বিস্ফোরণের পর রাতভর চালানো হামলায় তারা হতাহত হন।


দ্য গার্ডিয়ান তাদের প্রতিবেদনে বলছে, নগর কর্তৃপক্ষ রবিবার (৯ অক্টোবর) বিকালে মৃত্যুর সংখ্যা পুনর্বিবেচনা করে। এর আগে জাপোরিঝিয়া সিটি কাউন্সিলের সেক্রেটারি আনাতোলি কুর্তেভ বলেছিলেন, উপর্যুপরি ক্ষেপণাস্ত্র হামলায় ১৭ জনের মৃত্যু ও অধশতাধিক আহত হয়েছেন। ছাড়াও কমপক্ষে ২০টি বাড়ি এবং প্রায় অর্ধশত ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে।


এর আগে গত বৃহস্পতিবার জাপোরিঝিয়াতে ক্ষেপণাস্ত্র হামলায় ১৯ জনের মৃত্যু হয়।


প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, জাপোরিঝিয়ায় নিরীহ মানুষের ওপর হামলা চালানো হয়েছে। তিনি একে চরম হীনতা এবং ইচ্ছাকৃত অপরাধ বলে মন্তব্য করেন।


সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাপোরিঝিয়া অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্ত ঘোষণা করেছেন। কিন্তু জাপোরিঝিয়া শহরটি ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024