২৯ নভেম্বর (বুধবার) সকাল ১১ টায় শাহবাগে জাতীয় জাদুঘর এর সামনে আন্দোলন করে বাংলাদেশের আদিবাসী ছাত্র ও যুব সংগঠনসমূহ।পার্বত্য চট্টগ্রামের সমস্যা রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায় সমাধানের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির মধ্যে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর স্বাক্ষরিত হয় ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি।আগামী ২ ডিসেম্বর ২০২৩ তারিখে ঐতিহাসিক সেই চুক্তির ২৬ বছর পূর্ণ হতে চলেছে।


কিন্তু দীর্ঘ ২৫ বছরে চুক্তির কিছু ধারা উপধারা বাস্তবায়িত হলেও মূল বিষয়গুলো দুই তৃতীয় অংশ দ্বারা সম্পূর্ণ ও অবাস্তবায়িত অবস্থায় রয়েছে। তাই আজকে বাংলাদেশের আদিবাসী ছাত্র যুব সংগঠন সমূহের পক্ষ থেকে দাবিসমূহ উপস্থাপন করেছে তারা। 


পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন। পাহাড় থেকে অপারেশন উত্তোরনসহ অস্থায়ী সেনা ছাউনি প্রত্যাহার। পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী ও তার সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার। আদিবাসী নারী ও শিশুদের প্রতি সকল প্রকার সহিংসতার বিচার ও নিরাপত্তা নিশ্চিত।


ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল আদিবাসী ছাত্র সংগঠনের আয়োজনে এই দাবি উপস্থাপন করা হয়। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024