|
Date: 2023-11-29 21:55:52 |
নোয়াখালীতে সোনাইমুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে এক মোটরসাইকেল সহ চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার করা হয়েছে।
তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৭-১১-২৩ তারিখে সোনাইমুড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে সোনাইমুড়ি উপজেলার বিভিন্ন স্থান থেকে মোটর সাইকেল চোর চক্রের সদস্য মো: ইসমাইল হোসেন রাকিব (২৪)মিহাদুল ইসলাম নিহান(২১),সাদ্দাম হোসেন তৈয়ব রতন(২৩) নামের তিন জনকে আটক করেছে সোনাইমুড়ি থানা পুলিশ এই সময় তাদের কাছ থেকে চুরি করা ০১ টি লাল রংয়ের রেজিঃবিহীন TVS 160 RTR 4V S.D উদ্ধার করা হয়।
ঘটনা নিশ্চিত করে সোনাইমুড়ি সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দিন বলেন প্রাথমিকভাবে জানা যায় গ্রেফতারকৃত আসামীরা পেশাদার চোর দলের সক্রিয় সদস্য। তাহারা বিভিন্ন স্থান থেকে মোটর সাইকেল চুরি করে জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং তারা ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে এর সাথে সম্প্রিক্ত অন্য আসামীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।
© Deshchitro 2024