টেকনাফ থেকে নিয়ে আসা ২০ হাজার ইয়াবাসহ একটি গাড়ি থেকে দুই মাদক কারবারিকে আটক করেছে চট্টগ্রামের চান্দগাও থানা পুলিশ।


গাড়িতে সংবাদপত্রের স্টিকার লাগিয়ে তারা ইয়াবা পাচার করছিলেন বলে পুলিশ জানিয়েছে।


গ্রেপ্তারকৃতরা হলেন ইরফানুল হক (৩২) এবং শাহেদুল ইসলাম ওরফে শাহেদ (২৯)।


চান্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, বুধবার রাত ৯টার দিকে এক কিলোমিটার যমুনা ক্লাবের সামনের রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



ওসি জানান, গাড়িটিতে ‘ইনফো বাংলা’ স্টিকার লাগানো ছিল। পুলিশ রাস্তায় গাড়িটিকে থামার সংকেত দিয়েছিল।


কিন্তু এটি পালানোর চেষ্টা করায় আটক করে তল্লাশি চালানো হয়। গাড়িতে থাকা দুই জনের কাছ থেকে ২০ হাজার ইয়াবা জব্দ করে পুলিশ।


ওসি আরও বলেন, ‘পুলিশকে ফাঁকি দিতে তারা গাড়িতে সংবাদপত্রের স্টিকার লাগিয়েছিলেন।


জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসেন। আগেও তারা একইভাবে মাদক পাচার করে করেছেন।’

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024