|
Date: 2023-11-30 04:25:32 |
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এনজিও ফোরামের একটি টিআর এক্স বক্সি (চট্রমেট্রো চ-১১৮৬৫৯) গাড়ির ধাক্কায় দু’বছরের এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।এ ঘটনা বিক্ষুব্ধ জনতা গাড়িতে ইট ছুড়ে মারেন।
নিহত শিশু-উখিয়ার রোহিঙ্গা রেজিস্ট্রার ক্যাম্প ব্লক-জি,শেড-৪৪ এর সৈয়দ আহমদের কন্যাসাহেদা বিবি(২)।
বুধবার ( ২৯ নভেম্বর) বিকাল ৩ টার দিকে উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হোসাইন।
ওসি বলেন,বুধবার বিকাল ৩টার দিকে কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের এনজিও সংস্থার একটি টিআর এক্স বক্সি গাড়ির ধাক্কায় দু’বছরের এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।এ ঘটনার খবর পেয়ে থানা থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়।পরে ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের সহায়তায় শিশুর লাশটি উদ্ধার করা হয়।এবং গাড়ি জব্দ করা হয়েছে।ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ওসি জানায়।
© Deshchitro 2024