|
Date: 2022-10-10 04:42:39 |
যশোরের অভয়নগরের ঘেরের পাড়ে মরিচ চাষিরা পড়েছেন বিপাকে।
অভয়নগরের বিভিন্ন এলাকায় অনেক চাষিরা আছেন যারা ঘেরে মাছের চাষ করেন আবার ঘেরের পাড়ে শাকসবজিও চাষ করেন। তেমনিই উন্নতমানের মরিচ চাষও করে থাকেন।
বেশ কিছু দিন আগেতারা ২০০ থেকে ২৪০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করেছেন । আবার ৮০টাকার কাঁচামরিচ প্রকার ভেদে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে। দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের। কিন্তু মরিচ চাষিরা অনেক খরচ খরচা করে যেভাবে মূল্য পাওয়া কথা তা না পেয়ে হতাশায় ভুগছেন বেশ কিছু দিন ধরে।
ঘেরের পাড়ে মরিচ চাষ করা এক চাষি বলেন দাম না বাড়লে চাষিরা তো ক্ষতিগ্রস্থ হয়ে যাবে। অনেক খরচ যত্ন করে ঘেরের পাড়ে চাষাবাদ করতে হয়। ফসল তোলার সময় সঠিক মূল্য পাচ্ছি না।
© Deshchitro 2024