যশোরের অভয়নগরে শ্রীধরপুর ইউনিয়নে আলহাজ্ব রবিউল ইসলামের সভাপতিত্বে দারুল উলুম ইসলামিয়া  মাদ্‌রাসা ও এতিম খানার  উদ্দ্যোগে বৃহস্পতিবার  (৩০ নভেম্বর)  ১৪ তম আজীবন সদস্য সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।  

এলাকার স্বনামধন্য দ্বীনি এলেম শিক্ষা  করার অত্যন্ত নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের  ছাত্রদের ও মাদ্রাসার উন্নয়ন প্রকল্পের লক্ষ্যে প্রতি বছর এই আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়ে থকে। ব্যাপক উৎসাহ উদ্দীপনা  মধ্য দিয়ে   উপজেলার  বিভিন্ন অঞ্চল থেকে দাতা সদস্যগণ দুপুরের আগে থেকেই মাদ্রাসা প্রঙ্গনে উপস্থিত হতে থাকে। জোহরের নামাজের আগে দাতা সদস্যদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মাদ্রাসার প্রাঙ্গণ, একে অপরের সাথে কুশল বিনিময় সহ আজীবন সদস্য হওয়ার জন্য রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে কর্যক্রম শুরু হয়। পূর্বের ন্যায় এ বছরও আজীবন সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন অনুদান ধার্য করা হয়েছে যথাক্রমে পুরুষ সদস্য ৫০০ টাকা এবং মহিলা সদস্য ২৫০ টাকা। 


মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হজরত মাওলানা আব্দুল আজিজ সাহেব জানান, আজীবন   সদস্যদের  প্রদানকৃত অনুদানের  অর্থ দ্বারা প্রস্তাবিত মাদ্রাসার ৪র্থ তলা বিশিষ্ট ভবনের কাজ শুরু হয়েছে, এ পর্যন্ত বিল্ডিং এ খরচ হয়েছে প্রায় ২৬ লক্ষ টাকা, যা আপনাদের অনুদানের টাকা, তিনি আরো বলেন   সতেরোশো পুরুষ ও সাতশো  মহিলা আজীবন দাতা সদস্য রয়েছে এর মধ্যে ৪২ জন মৃত্যু বরণ করেছেন,  উপস্থিত  সকলকে তিনি প্রস্তাবিত চারতলা বিশিষ্ট ভবনের  ছাদের উপর উঠার দেখাও দোয়া করার আহবান করেন।

 অনুষ্ঠানের শুরু থেকেই সনামধন্য আলেমগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপস্থিত সদস্যগণের উদ্দেশ্যে। জোহরের নামাজের পর দোয়া পরিচালোনা করেন মাদরাসার মুহতামিম মাওলানা আজিজুল হক। দোয়া শেষে সকলের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। উৎসব মুখর পরিবেশে ধর্মপ্রান মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024