|
Date: 2023-11-30 12:00:23 |
মো: সিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধি:- অটোগাড়ী চালক হত্যা মামলার রহস্য উদঘাটন এবং ঘটনায় জড়িত ০১ জন গ্রেফতার।
গত ২৩/১০/২০২৩খ্রি. তারিখ অটো চালক আঃ কাদের মধু(৩৮) কে অজ্ঞাতনামা ব্যক্তিরা হত্যাপূর্বক ভিকটিমের অটো সহ ব্যবহৃত মোবাইল নিয়ে যায়। উক্ত ঘটনায় সরিষাবাড়ী থানার মামলা নং-১৬, তারিখ- ২৬/১১/২০২৩ ইং, ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ দঃ বিঃ রুজু করা হয়।
উক্ত হত্যাকান্ডের প্রকৃত রহস্য উন্মূচনে সরিষাবাড়ী থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে ভিকটিমের ব্যবহৃত মোবাইল সহ হত্যাকান্ডে জড়িত মোঃ শাকিল মিয়া(২০) পিতা-মোঃ আনিছ বেপারী, সাং-বড়পুইয়া উটা, থানা-বাকেরগঞ্জ, জেলা- বরিশাল কে গ্রেফতার করা হয়। আসামী শাকিল মিয়া উক্ত হত্যাকান্ডের ঘটনায় জড়িত মর্মে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। আসামী নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলমান।
© Deshchitro 2024