|
Date: 2023-11-30 12:56:54 |
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) সংসদীয় আসনে আওয়ামী লীগ প্রার্থীসহ ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে জেলা রিটার্নিং কর্মকর্তা এস.এম রফিকুল ইসলামের নিকট তারা একে একে ওই মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল (স্বতন্ত্র), জেলা কৃষকলীগের নেতা শিহাব মোল্লা (স্বতন্ত্র), বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর (জাতীয়তাবাদী ফ্রন্ট, বিএনএফ), কেএম জাহাঙ্গীর আলম (তৃণমূল বিএনপি), মনিকা আলম (জাতীয় পার্টি), আনিচুর রহমান (ন্যাশনাল পিপলস পার্টি, এনপিপি)।
© Deshchitro 2024