দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করছেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আক্কাছ আলী সরকার, পিপলস পার্টির মোসাদ্দেকুল আলমজাতীয় পার্টির প্রার্থী আব্দুস সোবহান, কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান, জাকের পার্টির সাহেব মিয়া, তৃণমূল বিএনপির আব্দুল বাতেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমানের কাছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আক্কাছ আলী সরকার, পিপলস পার্টির মোসাদ্দেকুল আলম মনোনয়নপত্র জমা দেন।
এ ছাড়াও কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন, জাতীয় পার্টির প্রার্থী আব্দুস সোবহান, কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান, জাকের পার্টির সাহেব মিয়া, তৃণমূল বিএনপির আব্দুল বাতেন।#