|
Date: 2023-12-01 11:26:57 |
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়ায় এইচ এম ইব্রাহিম এর নিজ বাড়িতে ২৯ নভেম্বর (বুধবার) রাত ১০ টায় জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির তার একটিভ ফাউন্ডেশনে উপজেলা ও পৌর আ’লীগের নেতৃবৃন্দের সাথে গতকাল বুধবার সন্ধ্যায় এক মতবিনিময় সভার আয়োজন করেন।
উক্ত মত বিনিময় সভায় তিনি নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিলে তাৎক্ষনিক উপজেলা আ’লীগের একটি অংশ সভা বয়কট করে চলে যান। পরে এ মতবিনিময় সভাকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের নিজ বাড়িতে উপজেলা আ’লীগের ওই অংশ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।
উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল। এ সময় তিনি উপজেলা চেয়ারম্যানসহ সকল বিদ্রোহী নেতৃবৃন্দকে নৌকার পক্ষে কাজ করার জন্য আহবান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চাটখিল পৌরসভার মেয়র মোঃ নিজাম উদ্দিন (ভিপি), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম আলী তাহের ইভু, পাঁচগাও ইউপি চেয়ারম্যান ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেন তরুন, হাট পুকুরিয়া- ঘাটলাবাগ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি বাকী বিল্লাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা সম্পাদিকা রোজী শাহিন, আ’লীগ নেতা খোরশেদ আলমসহ উপজেলা ও পৌর আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024