|
Date: 2023-12-01 18:28:12 |
লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সরাইয়া এলাকায় বলির জুম পাড়ায় নিজ কন্যার আঘাতে মৃত্যু হল এক অভাগা পিতার। নিহত পিতার নাম আব্দুর রহমান (৫০)। তিনি একই এলাকার আলতাফ মিয়ার পুত্র। ঘটনার বিবরণে জানা যায়, নিহত আব্দুর রহমান পেশায় একজন গরু বিক্রেতা। বিভিন্ন এলাকা হতে গরু সংগ্রহ করে বাজারে বিক্রি করত। আজ ১লা ডিসেম্বর সকালে সে মনদুলার শুওয়গ্যা ভিটা হতে চা খেয়ে বাড়ী আসলে কন্যা হুমাইরার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে কন্যা হুমাইরা তার পিতাকে দা দিয়ে বাম হাতের কবজির উপর ও বাম গর্দানে কোপ দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে এম চর হাট এলাকায় তার মৃত্যু ঘটে। স্থানীয়দের সাথে কথা বল জানা যায়,ঘটনার কিছুক্ষণ পূর্বে গরুকে ভুসি খাওয়ানোর বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে সে মাকে মারধর করে, পরক্ষণে পিতা আব্দুর রহমান এসে মারধরের বিষয় জানতে চাইলে উল্লেখিত মতে হুমাইরা পিতাকে আহত করে এবং হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুবরণ করেন। লোহাগাড়া থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে এবং হত্যাকারী হুমাইরাকে আটক করে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।
© Deshchitro 2024