|
Date: 2023-12-02 01:48:46 |
মুফতিয়ে আজম, হযরত শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (কু:) এর ৭৯তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আঞ্জুমানে ফরহাদাবাদী শাহ ফয়জিয়া মোজাম্মেলিয়া ত্বরিকত কমিটি বাংলাদেশ, নন্দিরহাট মাহমুদাবাদ শাখার প্রস্তুতি সভা গতকাল ২৬/১১/২৩ইং রবিবার বাদে এশা হাটহাজারী নন্দিরহাটের পশ্চিমে খানকায়ে ফরহাদাবাদী শাহ মোজাম্মেলিয়া মাহমুদাবাদ দরবার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ফরহাদাবাদ দরবার শরীফের নায়েব সাজ্জাদানশীন পীরজাদা মাওলানা সৈয়দ মোকাম্মেল হক শাহ ফরহাদাবাদী ও ফরহাদাবাদ দরবার শরীফের নায়েব সাজ্জাদানশীন পীরজাদা সৈয়দ ফয়জুল হক শাহ ফরহাদাবাদী। আলোচনায় অংশগ্রহণ করেন জনাব মুহাম্মদ আনোয়ার হোসেন, জনাব মুহাম্মদ আমিনুর হোসেন, মাওলানা মুহাম্মদ ফরিদুল ইসলাম ফরহাদাবাদী, জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।
© Deshchitro 2024