আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ শৈলকুপা আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী (স্বতন্ত্র) আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল ভাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ৩০ নভেম্বর বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও ঝিনাইদহের জেলা প্রশাসক এস,এম রফিকুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

উল্লেখ্য, আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশ্বাস বিল্ডার্স এবং দৈনিক কালবেলা মিডিয়ার এমডি। তিনি এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় জনমনে ব্যাপক সাড়া পড়েছে এবং তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে দীর্ধদিনের অবহেলিত এ আসনে উন্নয়নের ছোয়া লাগবে বলে গণমাধ্যমকে আসস্থ করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024