পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলায় ‘যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম’ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। চর তুফানিয়া সমুদ্র সৈকতে নৌভ্রমণে গিয়ে এই কমিটি ঘোষনা করা হয়। এর আগে যায়যায়দিন-এর রাঙ্গাবালী প্রতিনিধি আইয়ুব খানের সভাপতিত্বে উপদেষ্টা কমিটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মাহমুদ হাসানকে আহ্বায়ক ও মাসুদ খানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা করে উপদেষ্টা কমিটির সদস্যরা। নবগঠিত কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক আল-আমিন, যুগ্ম আহ্বায়ক আ খ ম রাকিব হোসাইন, যুগ্ম আহ্বায়ক সাইমুন ইসলাম ফরিদ, যুগ্ম সদস্য সচিব আজিজুর রহমান সুজন, যুগ্ম সদস্য সচিব তুহিন রাজ।

এছাড়াও আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, বনি ইয়ামিন, সাব্বির হোসাইন, আরিফ খান, ইমরোজ মাহমুদ রুদ্র্র, এম জিহাদ, এমএ ইউসুফ আলী, সিফাদ খান, এনএস প্রবীণ, জিসান উদ্দিন রাব্বি, ফারহানা প্রাপ্তি, তামান্না খান, শাকিল মাহামুদুর, রাকিব হাওলাদার, বনি আমিন জীবন।

এ সময় বক্তরা বলেন, মহান মুক্তিযুদ্ধের ব্রত অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং সমতাভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করে আসছে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম। বিভিন্ন সামাজিক কাজেও অবদান রেখে আসছে সংগঠনটি। বিভিন্ন সময়ে মাদক ও সন্ত্রাসবিরোধীসহ নানা কর্মসূচি পালন করে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা ভালবাসায় সিক্ত হয়েছেন প্রান্তিক মানুষদের।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024