|
Date: 2023-12-02 15:36:09 |
চটগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করীম চৌধুরী বলেছেন, "তৃণমূল নয়, শেখ হাসিনার সিদ্ধান্তের বিরোধিতাকারীরা ছিন্নমূল।
১ ডিসেম্বর বিকেলে নগরীর ৩৭ নং ওয়ার্ড মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে চট্টগ্রাম-১১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী এম আবদুল লতিফ এর পক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। মেয়র বলেন, যুগে যুগে এটা প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগের নেতারা ভুল করলেও তৃণমুল কর্মী সমর্থকরা কখনোই শেখ হাসিনা ও নৌকার প্রশ্নে আপোষ করে নাই। এবারও কিছু ছিন্নমূল নেতার কথায় আওয়ামী লীগের বিশাল কর্মী সমর্থক বিভ্রান্ত হবে না। তিনি আজ মুন্সীপাড়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে ৩৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ, অংগ-সহযোগী সংগঠন এর নেতা-কর্মী-সমর্থক সহ সর্বস্তরের জন সধারণের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান আলোচক চট্টগ্রাম ১১ আসনের পরপর তিনবারের নির্বাচিত সাংসদ আলহাজ্ব এম আবদুল লতিফ বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে আপনাদের খেদমতের সুযোগ দিয়েছেন। আমি সাধ্যমতো সেই চেষ্টা করেছি। আমি ব্যানার পোস্টারের রাজনীতি করি না। এলাকার প্রতি স্কুল কলেজে গরীব ছাত্র ছাত্রীদের বেতন, পরীক্ষার ফি ইত্যাদির জন্য টাকা দিয়ে রেখেছি, বিদেশগামীদের জন্য চীনা-জাপানী-কোরিয়ান ভাষা শিক্ষা সহ বিভিন্ন টেকনিক্যাল কোর্সে ফ্রিতে ট্রেনিং এর ব্যাবস্থা করেছি। আর আমার এলাকায় জননেত্রী শেখ হাসিনা দইজ্জের তলে গাড়ি চলার ব্যবস্থা থেকে রিং রোড, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হাসপাতাল সহ হাজার হাজার কোটি টাকার যেসব উন্নয়ন কাজ করেছেন সেসব আপনারা প্রতি ঘরে ঘরে পৌঁছে দেয়ার ব্যবস্থা করুন।
© Deshchitro 2024