|
Date: 2023-12-03 07:43:50 |
রাজবাড়ীর পায়াকট বাংলাদেশ ও গণস্বাস্থ্যের যৌথ উদ্যোগে বিশ্ব এইডস দিবস পালিত।
রাজবাড়ীর গোয়ালন্দে ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর পাশে অবস্হিত গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠে রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১১ টায় পায়াক্ট বাংলাদেশ ও গণস্বাস্থ্য কেন্দ্র নামক দুইটি বেসরকারী সংগঠন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
পায়াক্ট বাংলাদেশ এর ম্যানেজার মজিবর রহমান জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএম ও) ডা: শরিফুল ইসলাম।
বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যাবস্থাপক (ম্যানেজার) জুলফিকার আলী, ডাক্তার সৌরভ কুমার বিশ্বাস, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, মুক্তি মহিলা সমিতির প্রজেক্ট ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু, পায়াক্ট বাংলাদেশ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর শেখ রাজীব প্রমূখ।
র্যালি ও আলোচনা সভা শেষে যৌনকর্মীদের মাঝে এইডস ও যৌনরোগ বিষয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে যৌনপল্লীর ১২ থেকে ২৫ বছর মেয়েদের মাই কেয়ার ও প্রফেসর ডাঃ জিন্নত আরা নাসরিন, গোল্ড মেডেলিষ্ট, ঢাকা মেডিকেল কলেজ এর সহযোগীতায় বিনামুল্যে জরায়ু ক্যানসার প্রতিরোধক টিকা প্রদান করা হয়।
© Deshchitro 2024