বরগুনার তালতলীতে গাঁজা সেবনের অপরাধে মো.শাওন (২২) নামে এক যুবককে তিন মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল শনিবার রাত ৮ টার দিকে উপজেলার টি এন্ড টি রোড এলাকায় গাঁজা সেবনের সময় হাতেনাতে শাওনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা এ কারাদ- প্রদান করেন। শাওন উপজেলার নয়াভাইজোড়া এলাকার হারুনের ছেলে। 

সূত্র জানায়, গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার টি এন্ড টি রোড এলাকায় পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময়  শাওনকে গাঁজা সেবনের সময় হাতনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে গ্রেপ্তারকৃত মো.শাওন অপরাধ স্বীকার করে নেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন,মাদক সেবনের দায়ে একজনকে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত শাওনকে কারাগারে পাঠানো হয়েছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024