নিউজ ডেস্ক: 


বাংলাদেশ থেকে চীনে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন ঢাকা সফররত সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। গতকাল রোববার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা জানান। রাজধানীর একটি হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।


বৈঠকের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে আমদানির ক্ষেত্রে চীন বর্তমানে ৯৭ ভাগ পণ্যে পুরোপুরি শুল্কছাড় দিয়ে থাকে। বাকি তিন ভাগ পণ্যের মধ্যে আরও এক ভাগ পণ্য চীনে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ দেওয়ার কথা সে দেশের মন্ত্রী জানিয়েছেন।


শাহরিয়ার আলম বলেন, ‘কোন কোন পণ্যে বাংলাদেশ এই ছাড় পাবে, সে সম্পর্কিত একটি তালিকা চীন খুব তাড়াতাড়ি বাংলাদেশকে দেবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই তালিকা কার্যকর হবে।


বাংলাদেশ থেকে গার্মেন্টসসহ কতিপয় পণ্য রপ্তানির সুবিধা বাড়াতে চীনকে অনুরোধ করা হয়েছিল বলে তিনি জানান।


চীনের মন্ত্রী সংক্ষিপ্ত সফরে শনিবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন। চীনের আগ্রহেই পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশে সফর করেছেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে আজ দুপুরের আগেই ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024