হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৮কুড়িগ্রাম-৪ রৌমারী, রাজিবপুর ও চিলমারী আসনে মোট ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। আজ রবিবার (৩ ডিসেম্বর) কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। যাচাই-বাছাই শেষে কুড়িগ্রাম-৪ আসনে ১৪ জন প্রার্থীর মধ‌্যে ৭ জনের মনোনয়ন পত্র বাতিল করেছেন ও ৭ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইদুল আরীফ। বৈধ প্রার্থীর তালিকা মধ্যে রয়েছেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক উপ-সম্পাদক অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ (আ’লীগ), জেপি’র প্রার্থী সাবেক এমপি রুহুল আমিন (জেপি), রৌমারী উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এ,কে,এম সাইফুর রহমান (জাপা), মোঃ শাহ আলম (জাকের পার্টি), রৌমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী (স্বতন্ত্র), শহিদুল ইসলাম শালু (স্বতন্ত্র) ও আবু হানিফ (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে আছেন। এবং মনোনয়ন পত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, আতিকুর রহমান খান (তৃনমুল বিএনপি), মোহাম্মদ আবু শামীম হাবীব (কৃষক শ্রমিক জনতালীগ), আব্দুল হামিদ (বাংলাদেশ কংগ্রেস), চিলমারী রমনা মডেল ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য ডাঃ ফারুকুল ইসলাম (স্বতন্ত্র), অ্যাডভোকেট মাছুম ইকবাল (স্বতন্ত্র), জোবাইদুল ইসলাম বাদল (স্বতন্ত্র), শাহ মোঃ নুর-ই-শাহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে ছিলেন। জানা গেছে, কাগজপত্র ও হিসাবের গড়মিল থাকায় তাদেরকে বাতিল করা হয়েছে। তবে চাইলে প্রার্থীরা আপিল করতে পারবেন বলে জানা যায়।  

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024