নেত্রকোণা-১ আসনে ২ জনের মনোনয়ন বাতিল ঘোষনা


মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি 


নেত্রকোণা-১ আসনে ২ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। 


আগামী ৭ জানুয়ারী/২৪ তারিখে হতে যাচ্ছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নেত্রকোণা-১ (কলমাকান্দা-দূর্গাপুর) আসন থেকে ৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন।


রবিবার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়। তারা হলেন কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি স্বতন্র প্রার্থী আফতাব উদ্দিন ও জাকের পার্টি মনোনিত প্রার্থী ছমির উদ্দিন।


এ আদেশের বিরুদ্ধে তারা আপিল করবেন কি না জানা যায় না।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024