শ্যামনগরে শিশু বিকাশ কেন্দ্রের শিশু অধিকার সপ্তাহ উদযাপন

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ “গড়বে শিশু সোনার দেশ,ছড়িয়ে দিয়ে আলোর রেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে রবিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শিশু বিকাশ কেন্দ্রে শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হয়েছে।

গোপালপুর শিশু বিকাশ কেন্দ্রে একশন এইড বাংলাদেশের আয়োজনে উপজেলার রমজাননগর ও শ্যামনগর ইউনিয়নের ২০টি গ্রামের একহাজার দুইশত তেষষ্ট্রি জন শিশুর অংশ গ্রহনে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃতি, দড়িলাফ, ফুটবল খেলা ও অন্যান্য প্রতিযোগিতা,আলোচনাসভা সহ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিশুর মেধা বিকাশ, শিশু শ্রম রোধ, বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে শ্যামনগর ইউপি সদস্য মলয় কুমার গায়েনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর সংরক্ষিত আসনের ইউপি সদস্য দেলোয়ারা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা কাজল, শিক্ষক রনজিৎ কুমার বর্মন, শ্যামনগর অনলাইন নিউজকাবের সভাপতি মারুফ হোসেন মিলন।

কমিউনিটিমোবিলাইজার নাজমুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন একশনএইড বাংলাদেশ শ্যামনগর অফিসের প্রোগ্রাম ম্যানেজার লস্কর মোসলেউদ্দিন, প্রোগ্রাম অফিসার আলতাফ হোসেন লাভলু। বক্তব্য রাখেন শিশু অভিভাবক স্মৃতি বালা, কমিউনিটিমোবিলাইজার মনিরা পারভীন প্রমুখ।

ছবি- শ্যামনগরে শিশু বিকাশ কেন্দ্রে শিশু অধিকার সপ্তাহে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024