রাজবাড়ীর কালুখালী‌তে ট্রেনে কাটা প‌ড়ে দু’জনের মৃত্যু হয়েছে।সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দি‌কে কালুখালী সূর্যদিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। তাদের একজন কালুখালী উপ‌জেলার রতন‌দিয়া ইউনিয়নের কৃষক খ‌য়ের খা (৬০)।

অপরজনের প‌রিচয় পাওয়া যায়‌নি। স্থানীয়রা জানায়, সকা‌লে টু‌ঙ্গিপাড়া থে‌কে রাজশাহীগামী টু‌ঙ্গিপাড়া এক্স‌প্রেস সূর্যদিয়া এলাকায় পৌঁছা‌লে এ দুর্ঘটনা ঘ‌টে। রাজবাড়ী রেলও‌য়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমনাথ বসু জানান, দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।

 ঘটানাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024