উপকূলীয় শ্যামনগরে কৃষকদের মাঝে লবন ও খরা সহনশীল ধানবীজ বিতরণ
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সোমবার(৪ ডিসেম্বর) সকাল ১২টায় উন্নয়ন সংগঠন লির্ডাসের আয়োজনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সহ¯্রাধিক কৃষকের মধ্যে লবন ও খরা সহনশীল ধানবীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
লবন ও খরা সহনশীল ধানবীজ, সার ও সবজি বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা। প্রধান অতিথি বক্তব্যে উপকূলীয় এলাকায় লবন ও খরা সহনশীল ধানবীজ,সবজি বীজ পরিচর্যা সহ বিভিন্ন জাত সংরক্ষণের কথা বলেন। লির্ডাসের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রনজিৎ কুমার বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা সুরঞ্জন শেখর মন্ডল, লির্ডাসের প্রোগ্রাম ম্যানেজার আলীম আল রাজী ,প্রশাসনিক কর্মকর্তা অসিত মন্ডল প্রমুখ।
শ্যামনগর উপজেলা, খুলনা জেলার কয়রা উপজেলায় এসকল বীজ বিতরণ করা হবে বলে জানা যায়।
ছবি- শ্যামনগরে কৃষকদের মাঝে লবন সহনশীল ধানবীজ বিতরণ করছেন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024