দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিরাজগঞ্জে ৬ টি সংসদীয় আসনের মনোনয়ন পত্র বাছাই সম্পন্ন হয়েছে।

গতকাল সোমবার ( ০৪ ডিসেম্বর ২০২৩) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ একে শামসুদ্দিন সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীর মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠানে জেলার ৬ টি আসনে ৪৩ টি মনোনয়নপত্র বাচাই শেষে ৩০ টি বৈধ ও ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক  সিরাজগঞ্জ ও জেলা রিটার্নিং অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। 

২ দিন জেলা রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে এই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় ৬ টি আসনের প্রার্থী ও তাদের প্রস্তাবক ও সমর্থকরা উপস্থিত ছিলেন। 

বাছাইয়ে সিরাজগঞ্জ ১ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ২ জন, সিরাজগঞ্জ ২ আসনে ৫ জনের মধ্যে ১ জন এবং সিরাজগঞ্জ ৩ আসনে ১১ জন প্রার্থীর মধ্যে ৭ জন, সিরাজগঞ্জ ৫ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ১ জন, সিরাজগঞ্জ ৬ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থীর মনোনয়নে ত্রুটি থাকায় তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করে জেলা রিটার্নিং অফিসার।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024