লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায়  থেকে কমিটমেন্ট স্কলারশিপ বৃত্তি পরীক্ষায়  ২০২৩ এ  বৃত্তিপ্রাপ্ত ও প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রদের সংবর্ধনা প্রদান ও বার্ষিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


আজ সোমবার (৪ ডিসেম্বর)  অত্র মাদ্রাসা অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এখলাছপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুন নবী সাহেব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারকাজুত  তাকওয়া মাদ্রাসার সম্মানিত হযরত মাওলানা মুফতি শরিফুল ইসলাম। 


অতিথিরা অভিবাবক ও শিক্ষার্থীদের লক্ষ্য করে নির্দেশনা ও উপদেশমূলক বক্তব্য রাখেন। বক্তব্য শেষে এ বছর লক্ষ্মীপুর জেলায় কমিটমেন্ট স্কলারশিপ বৃত্তি পরীক্ষায়-২৩ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার হিসেবে সনদ এবং সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন। 



ইতিমধ্যে হেফয,নূরানী ক্যাটাগরিতে সুন্দর পাঠদানের মাধ্যমে সবার নজর কেড়েছে এই মাদ্রাসা। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024