শিক্ষার মান উন্নয়নে যশোরের অভয়নগরে প্রতিবছরের ন্যায় এবারও আতিয়ার মুস্তারী ফাউণ্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সকল প্রাথমিক ও কেজি স্কুলের ৫ম শ্রেনীর ছাত্র ছাত্রীদের মধ্যে এ (বৃত্তি) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আতিয়ার মুস্তারী ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা ও সান ট্রাস্টের পরিচালক মহাসিন রহমান এর পৃষ্ঠপোষকতায় রবিবার সকালে ইউনিয়নের আদিলপুর বিভাগ্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।ব্যবস্থাপক বাপ্পি নন্দী বলেন, ইউনিয়নের ১২ টি প্রাথমিক ও কেজি স্কুলের ৬৫ জন ছাত্র ছাত্রী এ পরীক্ষায় অংশ গ্রহনকরার কথা থাকলেও ৫৯ জন পরীক্ষায় অংশ গ্রহন করে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত হয়ে এ পরীক্ষা শেষ হয়।তিনি আরো বলেন,ইউনিয়নে ৫ জনকে ট্যালেন্টপুলে এবং সাবেক ১,২ ও ৩ নং ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে ৩ জনকে সাধারণ গ্রেডে বৃত্তি দেওয়া হবে।


এসময় উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: মনিরুজ্জামান,ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ। শিক্ষার্থীদের মেধাবিকাশে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল। সন্তোষ প্রকাশ করেছে শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024