জাতীয় ভিটামিন এ' প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে জয়পুরহাটে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (০৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়। 

জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ মোঃ আকুল উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডাঃ ফয়সাল আহমেদ, জেলা তথ্য অফিসার আঃ আলীম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যড.নৃপেন্দ্রনাথ মন্ডল পিপিসহ অন্যান্যরা।

সভায় জানাননো হয় আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার  জেলার ৩২ টি ইউনিয়নে ২৪টি করে মোট ৭৬৮ টি, প্রতি উপজেলায় অতিরিক্ত ১ টি করে মোট ৫ টি, পৌর এলাকার ৫২ টিসহ সর্বমোট ৮২৫ টি কেন্দ্রে ১লাখ ৩২ হাজার ৮৫১ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ছয় থেকে এগারো মাস বয়সী ১১ হাজার ৯৫২ জন শিশুকে নীল রঙের এবং ১২থেকে ৫৯ মাস বয়সী ১লাখ ২০ হাজার ৮৯৯ জনকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024