|
Date: 2023-12-04 13:14:58 |
কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ৮ এপিবিএন এর পানবাজার পুলিশ ক্যাম্প কর্তৃক ছয় হাজার পিস ইয়াবা সহ একজন আসামী গ্রেফতার
রবিবার (৪ ডিসেম্বর) বিকেল ৬টার দিকে উখিয়া ৮ এপিবিএনের পানবাজার পুলিশ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) (পুলিশ সুপার পদে পদন্নোতিপ্রাপ্ত) উক্য সিং এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নি:) মো: রবিউল ইসলাম ও পুলিশ পরিদর্শক (নি:) রেজাউল করিম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এফডিএমএন ক্যাম্প-০৮ ইস্ট এর বি/৮৮ ব্লকস্থ ওয়াচ-টাওয়ার সংলগ্ন জনৈক রহমান এর চা দোকানের সামনের রাস্তায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের একপর্যায়ে ৬,০০০ পিস্ ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার পূর্বক এফডিএমএন সদস্য দিল মোহাম্মদ (১৭), এফসিএন-১৩৭৫০১, ক্যাম্প-০৮/ইস্ট, বি/৭৮ ব্লগের বাসিন্দা মৃত নজির আহমেদ এর ছেলে কে আটক করতে সক্ষম হয়।
কক্সবাজার ৮ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ আমির জাফর বিপিএম বিষয়টি নিশ্চিত করেন বলেন, জব্দকৃত মাদকসহ আটককৃত এফডিএমএন সদস্যের বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
© Deshchitro 2024