টাঙ্গাইলের ঘাটাইলে আগুনে  ৫ গবাদিপশু ও মোটরসাইকেল সহ ১২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনাটিকে একটি নাশকতা বা রহস্যজনক বলে ধারনা করছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম খান হেস্টিংস।  রোববার ৩ ডিসেম্বর দিবাগত রাত দেড়টার দিকে ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের বেতবাড়ি গ্রামে এই ঘটনা ঘটেছে। 

জানা যায়, বেতবাড়ি গ্রামের কাঠমিস্ত্রি মিজানুর রহমান থাকেন ঢাকায়। বাড়িতে তার স্ত্রী লিপি সরকার ও একমাত্র পুত্র লিয়াত হোসেন (১২) বসবাস করেন। 

পুত্র লিয়াত হোসেন জানান, আমি ও আমার মা রাত ১১টা পর্যন্ত কাজ করেছি। খাওয়া দাওয়া সেরে রাত পৌনে ১টার দিকে আমরা ঘুমিয়ে পড়ি। একটু পরেই দেখতে পাই গোয়াল ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন দেখে চিৎকার করতে থাকি। গোয়াল ঘর তালাবদ্ধ থাকায় ঘরের ভেতর যাওয়া যায়নি। তালাও খোলা যায়নি। 

এ ঘটনায় শোকে পাথর লিয়াতের মা লিপি সরকার বার বার মূর্ছা যাচ্ছেন। অভাব ঘোচাতে তিনি বিভিন্ন এনজিও থেকে ও নানান যায়গায় ধারদেনা করে ২টা গাভী কিনেছিলেন। এ থেকে ২টা ষাড় গরু ও একটি বাছুর হয়। সর্বনাশা আগুনে গাভীসহ ৫টি গরুই পুড়ে কয়লা হয়ে গেছে। একই সাথে সদ্য ক্রয় করা মোটরসাইকেলটিও পুড়ে ছাই হয়েছে। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম খান হেস্টিংস  বলেন, এ পরিবারের জন্য এটা একটা বিশাল ক্ষতি। আমি যতটুকু জানতে পেরেছি যখন আগুন ধরে তখন এখানে বিদ্যুৎ লাইনটি বন্ধ ছিল । ফলে এ ঘটনার পেছনে নাশকতা কিংবা কোন রহস্য থাকতে পারে বলে আমার মনে হচ্ছে। 

এ দিকে স্থানিয়রা বলছেন ঘটনার পর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। রাত আড়াইটার দিকে তারা এসে আগুন নিয়ন্ত্রন করে ঠিকই। কিন্তু এ সময়ের মধ্যে ঘরসহ গবাদিপশু ও অন্যান্য মালামাল পুড়ে আঙ্গার হয়ে গেছে।

জানতে চাইলে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: সুজন মিয়া বলেন, আমাদের ফোন করার সঙ্গে সঙ্গেই ঘটনাাস্থলে গিয়ে আগুন জলতে দেখি। তা নিয়ন্ত্রন করার পর দেখি একটি বাছুরসহ ৫টি গরু ১টি মোটর সাইকেল ১টি বাই সাইকেল পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটা বিদ্যুতের লাইন থেকে আগুনের সুত্রপাত হতে পারে।  

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024