ধীরে ধীরে 

দেবদাসের মতো

আমিও একদিন 

এভাবেই পারি জমাবো পরপারে

পুড়তে পুড়তে নিশ্বেষ হবো

দেখিবার কেউ থাকিবেনা...।


বিষাক্ত ছোঁয়ায়

শেষ করিবো লাল রঙের পিন্ডটা

ধূকে ধূকে শেষ হবে

মলিন দেহখানা 

বিলিন হবে মস্তিষ্ক...। 


পার্বতীর মত করে

বড়ই আফসোস হবে তোমার 

চাইলেও শেষবারের মতো

মুখখানি দেখিতে পারিবেনা আমার


লাশখানির অস্তিত্বও থাকিবেনা

মরিবা মাত্রই জানাজা ঘটিবে

আসিয়া দেখবার সুযোগখানি 

হইবেনা আর সেদিন....।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024