বিএনপির ডাকা অবরোধের সমর্থনে। ভোলায় সেচ্ছাসেবক দলের মশাল মিছিল।  সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় সরকার পদত্যাগের এক দফা দাবি নিয়ে। বিএনপির ডাকা নবম দফার অবরোধ কর্মসূচীর দ্বিতীয় দিনে ভোলা-বরিশাল সড়কে মশাল মিছিল করেছেন জেলা সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিছির ভোলা পরানগন্জবাজার থেকে শুরু হয়ে ভেদুরিয়া ফেরিঘাটে গিয়ে শেষ হয়। 

জেলা স্বেচ্ছাসেবক দলের সহ- সভাপতি মুনতাসির আলম রবিনের নেতৃত্বে মিছিলে উপস্থিত হন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন মনির সহ দলীয় নেতাকর্মীরা। 

মিছিল পরবর্তী এক পথসভায় মুনতাসির আলম রবিন বলেন। এক তরফা নির্বাচনের নীল নকশা বাস্তবায়নের জন্য এ তফসিল। জনগনের ভোটাধিকার ফিরিয়ে আনতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে মুক্তিকামী জনতা জেগে উঠেছে। 

দাবি না আদায় হওয়া পর্যন্ত সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সর্বাত্মক অবরোধ চালিয়ে যাবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024