বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মোঃ শরীফুল আলমকে কিশোরগঞ্জ সদর থানার ২ টি এবং কুলিয়ারচর থানার ২টি মোট ৪ টি মামলায় শোন এরেস্ট দেখানো হয়েছে। 

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে কাশিমপুর কারাগার থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা শরীফুল আলমকে পুলিশ প্রহরায় কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। দুপুর ১২ ঘটিকার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: আশিকুর রহমানের আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত কিশোরগঞ্জ সদর মডেল থানার মামলা নং ৪৩(১০)২৩ এবং ৪৪(১০)২০২৩ এই দুইটি মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে সেখান থেকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর দত্ত এর আদালতে হাজির কার হলে কুলিয়ারচর থানার মামলা নং ১(১১)২৩ এবং ২(১১)২০২৩ এই দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে তাকে পুনরায় ঢাকায় নিয়ে যাওয়া হয়। 

উল্লেখ্য গত ৪ নভেম্বর সাড়ে ৭টার দিকে বিএনপি নেতা মোঃ শরীফুল আলমকে ভৈরবের একটি বাসা থেকে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ ডিবি আটক করে ঢাকা নিয়ে যায়। পরে ঢাকা উত্তরা থানার মামলা নং২১(৭)২৩ গ্রেফতার দেখিয়ে ঢাকা সিএমএম, আদালত নং ৩১ প্রেরণ করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024