|
Date: 2023-12-05 09:47:50 |
ভোলার তজুমদ্দিনে নৌবাহিনীর সদস্য পরিচয় দিয়ে গরু ও সেলাই মেশিন দেওয়ার নামে প্রতারনার মাধ্যম চাঁদা আদায় করার সময় দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের পরনে নৌ বাহিনির পোশাক জুতা ও ক্যাপ ছিলো। পুলিশ তাদের কাছ থেকে সরকার অনুমোদিত লেখা ১০ বান্ডিল প্যাড,আইডি কার্ড, দুই সেট ক্যাপ,জুতা ও চশমা জব্দ করেন।
রবিবার বিকালবেলা উপজেলার চাঁদপুর ইউনিয়নের চর মোজাম্মেল হতে, মোঃ রহিম ভূইয়া ও মোঃ সজিব নামে দুই ভুয়া নৌ বাহিনি কে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
তজুমদ্দিন থানার ওসি মাসুদুর রহমান মুরাদ বলেন। গতকাল রাতে চরমোজাম্মেল হতে দুই ভুয়া নৌ বাহিনিকে আটক করেন স্থানীয় জনতারা। খবর পেয়ে তাদের কে তজুমদ্দিন থানায় নিয়ে আসা হয়। তাদের কে যাচাই বাচাই করার পর এখন তজুমদ্দিন থানায় পুলিশ হেপাজতে আছেন তারা।
© Deshchitro 2024