|
Date: 2023-12-05 10:19:44 |
পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. তেনমং এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েমা হাসান।
এ সময় অন্যদের বক্তব্য রাখেন, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান, শিক্ষা কর্মকর্তা রিয়াজুল হক ও সাংবাদিক জাকির হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, উপজেলার ছয়টি ইউনিয়নে ১৪৫ টি সেন্টারে আগামী ১২ ডিসেম্বর সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী দুই হাজার ২শত ৪১ জন শিশুকে এবং ১-৫ বছর বয়সী ২০ হাজার ৩ শত ৬৬ জন শিশুকে এ ক্যাপসুল পাবে।
© Deshchitro 2024