|
Date: 2023-12-05 12:52:14 |
্মো. আল আমিন, শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে এডিবি'র অর্থায়নে অসহায় শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, টিফিন বক্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও দুস্থ পরিবারের মাঝে টিউবওয়েল, সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক, উপজেলা প্রকৌশলী ফারুক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোমিনুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার জহুরুল ইসলাম, মাহবুবুর রহমান, শামিম হোসেন, মাঝিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান সহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024