কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ৮ এপিবিএন কর্তৃক ১টি ওয়ান শুটারগান, ৯রাউন্ড গুলি এবং ৩টি তরবারি সহ ২জন গ্রেফতার।


সোমবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ৮ এপিবিএনের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) খন্দকার ফজলে রাব্বির নির্দেশনায় শফিউল্লাহকাটা পুলিশ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এ এইচ এম কামরুল ইসলামের তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার জোবাইরুল হক এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ লাল মিয়া ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী অভিযান পরিচালনা করে।


কক্সবাজার ৮ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আমির জাফর বিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানের একপর্যায়ে ০১টি ওয়ান শুটারগান, ০৯ রাউন্ড গুলি এবং ০৩ টি তরবারি সহ বাঙালি নাগরিক ১। মোঃ শাহজাহান (৩৩), পালংখালী ইউপিস্থ ৮ নম্বর ওয়ার্ডের মনসুর আলী বাড়ি এলাকার বাসিন্দা মনসুর আলী ও জরিনা খাতুন এর ছেলে। অপরজন হলেন, মোঃ রশিদ (২০), পালংখালী ইউপিস্থ ৭ নম্বর ওয়ার্ডের মৃত জাফর ও সখিনা আক্তার ছেলে কে আটক করা হয়।


গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024