|
Date: 2023-12-06 07:21:10 |
মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলাধীন মাদলা ইউনিয়নের নন্দগ্রাম সাতবিলা পাথারে আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলীম জানান, বুধবার সকালে সাতবিলা পাথারে জমিতে কাজ করতে গিয়ে একটি মরিচ ক্ষেতের পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির জবাই করা লাশ দেখতে পায় এলাকার কৃষকরা। এ সময় লাশটির পাশে একটি মোবাইল ফোন পরে থাকতে দেখেন তারা।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধারকৃত লাশটি নজরুল ইসলাম, পিতা আব্দুল গফুর প্রামানিক নামে এক অটোরিকশা চালকের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এখনো পুরোপুরি পরিচয় ও হত্যাকাণ্ডের রহস্য জানা যায়নি।
© Deshchitro 2024