|
Date: 2023-12-06 09:02:39 |
জামালপুরের ইসলামপুর উপজেলার পৌর শহরস্থ উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। একই সময় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুরে এ উপলক্ষে বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর মো. মোহন মিয়া।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রী নারায়ণ চন্দ্র, পৌর আওয়ামী লীগ সভাপতি শাহ আলম মাস্টার, রবিউল ইসলাম মাস্টার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য খুশ মাহমুদ এবং বিএনপি নেতা মাহফুদুজ্জামান লুলু।
ফলাফল প্রকাশের শেষে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
© Deshchitro 2024