পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি ২৬ বছর পূর্তি:শান্তি সম্প্রীতি,উন্নয়ন ও রাজনৈতিক অংশগ্রহণের নিরিখে আসন্ন দ্বাদশ জাতীয় সংবাদ নির্বাচনের গুরুত্ব নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় উপাচার্যের সম্মেলন কক্ষে আলোচনার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড.শিরীন আখতার মাননীয় উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 
সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনসুর, সিনেট ও সিন্ডিকেট সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 
আলোচক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক ডিন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন  অনুষদ,প্রফেসর ড.মোহাম্মদ বশির আহাম্মদ পরিচালক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাদুঘর, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ পরিচালক, নজরুল গবেষণা কেন্দ্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখ্তার বলেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাই অংশগ্রহণের মাধ্যমে দেশে সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে। সবাই তাদের প্রতিনিধি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে একত্রিত হয়েছে পার্বত্য চট্টগ্রামে। আমরা মনে করি পার্বত্য অঞ্চলের সমৃদ্ধির জন্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আসা দরকার।

উপাচার্য আরও বলেন, পৃথিবীর অনেক জায়গায় বিভিন্ন শান্তিচুক্তি হয়েছিলো। কিন্তু আমাদের শান্তিচুক্তি অনন্য। একটা সময় আমরা শুধু পার্বত্য চট্টগ্রামে মৃত্যুর খবর শুনতাম। আমরা খুব খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়ে একটা সময় পার হয়েছি। একটা সময় সেনাবাহিনী বাড়ি থেকে পার্বত্য অঞ্চলের উদ্দেশ্য বের হতো বিদায় নিয়ে। তারা জানতো না আবার বাড়িতে ফিরতে পারবে কি-না। আমার নিজের স্বামীও ছিলেন সেনাবাহিনীর মেজর তাই আমাকেও সেখানে যেতে হয়েছে। কিন্তু আজকে আমরা এ অঞ্চলগুলোতে নির্বিঘ্নে ঘুরতে যাই।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024