বরিশালে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে শ্রমিক দলের নেত্বতে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন ঐসময় মিছিল  থেকে শ্রমিক দলের দুই নেতাকে আটক করেছে পুলিশ। তবে মিছিলে লাঠিপেটার অভিযোগ করেছে বিএনপি। আজ ৬ ডিসেম্বর বুধবার দুপুরে নগরীর বগুড়া রোড থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন।আটকরা হলেন- উজিরপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক এম মিজানুর রহমান ও মো. হাদিসুর রহমান আপন। বরিশাল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, “সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে দুপুর দেড়টার দিকে বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি অক্সফোর্ড মিশন মাধ্যমিক বিদ্যালয়ের গেইটের কাছে পৌঁছালে পুলিশ লাঠিপেটা করে। এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। লাঠিপেটায় তিনজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে। মিছিলে লাঠিপেটার অভিযোগ অস্বীকার করে ওসি আনোয়ার হোসেন বলেন, পুলিশ দেখে তারা পালিয়ে যান। লাঠিপেটা করার সুযোগ কোথায়। তবে পালানোর সময় পড়ে গিয়ে তারা আহত হতে পারেন বলে জানান তিনি।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024