নির্বাচনে নৈর্বাচনিক প্রক্রিয়ার যে কোন কর্মকান্ডে শিশুদের ব্যবহার না করার দাবীতে স্বারকলিপি প্রদান

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ বুধবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন কোষ্টাল নেটওয়ার্কের উদ্যোগে জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের নৈর্বাচনিক প্রক্রিয়ার যে কোন কর্মকান্ডে শিশুদের ব্যবহার না করার দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।

স্বারকলিপিতে বলা হয়েছে শিশুর শারিরীক, মানসিক,     অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থা সৃষ্টি না হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টি দিতে হবে। নির্বাচনের সময় শিশুদের লেখাপড়া, খেলাধূলা এবং তাদের মনোসামাজিক সহায়তায় কোনরুপ যাতে বিঘœতা সৃষ্টি না হয় সে বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুনিদিষ্ট জোর নির্দেশনা সকল রাজনৈতিক দল প্রধানদের দিতে হবে। কার্যকর ইতিবাচক উদ্যোগ নির্বাচন কমিশনকে নেওয়া সহ অন্যান্য দাবী স্বারকলিপিতে উল্লেখ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নেটওয়ার্কের সভাপতি কৃষ্ণ পদ মুন্ডা, নের্টওয়ার্কের সদস্য সংগঠন জয়িতা, কারিতাস, শংকরকাটি প্রচেষ্টা মহিলা উন্নয়ন সংগঠন, সিডিও, সামস প্রতিনিধি প্রমুখ।

ছবি- শ্যামনগরে নির্বাচনে নৈর্বাচনিক প্রক্রিয়ার যে কোন কর্মকান্ডে শিশুদের ব্যবহার না করার দাবীতে স্বারকলিপি প্রদান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024