|
Date: 2023-12-06 15:02:01 |
পটুয়াখালীর গলাচিপায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন -২০২৩ উপলক্ষে এক অবহিতকরণ ও কর্মপরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো: মেজবাহ উদ্দিন। স্তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৯ হাজার ২০১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন আল হেলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিকেল অফিসার (আবাসিক) ডাক্তার মো: সাইফুল ইসলাম। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ মোঃ আল-আমীন, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গায়েনসহ আরও অনেকে। এসময় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডা: মো: আতিকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি মু: খালিদ হোসেন মিলটন, সকল মেডিকেল অফিসার, নার্স স্টাফ, পরিবার পরিকল্পনা বিভাগ ও কমিউনিটি ক্লিনিক প্রতিনিধি সহ মসজিদের ইমাম, শিক্ষক, এনজিও সংস্থার প্রতিনিধি ও সাংবাদিকরা।
সভায় গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম বিষয়ে সার্বিক চিত্র উপস্থাপন করেন গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. নূর উদ্দিন। তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ অনুষ্ঠিত হবে। এদিন ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে ৩৩৪টি কেন্দ্রে ১০২ জন স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারী এবং ৮৬৬ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্রে ২ জন করে স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্র সকাল ৮টা হতে ৪টা পর্যন্ত খোলা থাকবে।এবার ৬-১১ মাস বয়সী ৫ হাজার ৫শ ৮৩জন এবং ১২-৫৯ মাস বয়সী ৪৩ হাজার ৫শ ৮৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ৩২জন প্রতিবন্ধী শিশুকে ভিটামিন -এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকল অভিভাবক, শিক্ষক ইমাম গণমাধ্যম কর্মী ও সচেতন নাগরিকের সহযোগিতা কামনা করেছেন।
© Deshchitro 2024