ময়মনসিংহের ভালুকায় আঃ ছালাম ঢালী নামে এক বীর মুক্তিযোদ্ধাকে মারধোর করে জোর পূর্বক জায়গা দখলের পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মোঃ বাবুল হক ও তার লোকজনের বিরুদ্ধে। এই মর্মে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ভুক্তভোগী মুক্তিযোদ্ধা।


অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ঝালপাজা গ্রামের মৃত হাজ্বী আঃ রহমানের ছেলে বীর মুক্তিযোদ্ধা আঃ ছালাম ঢালীর জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একই এলাকার মৃত. নুর মোহাম্মদের ছেলে হবিরবাড়ী ইউয়িন কৃষকলীগের সভাপতি মোঃ বাবুল হক (৫৫), কবির হোসেন (৪০), মোঃ বাচ্চু মিয়া (৪২), ইব্রাহিম (৬০) ইব্রাহিমের ছেলে মোঃ মামুন মিয়া (৩০) গাছের চারা রোপন করে দখল করার সময় মুক্তিযোদ্ধা আঃ ছালাম ঢালী বাধা দিতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে মারধোর করে বসত ঘরে আটকে রাখে। এ সময় মুক্তিযোদ্ধার ছেলে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করিয়া ভালুকা থানা পুলিশের সহযোগীতায় তাকে উক্ত ঘর হইতে উদ্ধার করে। পরে এ ঘটনায় মুক্তিযোদ্ধা বাদী হয়ে ৫জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। এ ব্যাপারে অভিযুক্ত বাবুল হক বলেন, আমার এক ভাই ও এক বোন তাদের পৈত্রিক জমিতে চারা লাগিয়েছে মুক্তিযোদ্ধা আঃ ছালাম ঢালীর জমিতে যায়নি। এ ব্যাপারে ভালুকা মডেল থানার ওসি তদন্ত জাহাঙ্গীর আলম জানান, মুক্তিযোদ্ধাকে মারধোর করে জমি দখলের চেষ্টার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024