|
Date: 2023-12-07 10:11:23 |
সারা দেশের ন্যায় যশোরের অভয়নগরে মধ্যরাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে।
জানা যায়, ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’ প্রভাবে মধ্যরাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এতে সরিষাসহ আগাম ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
অসময়ের বৃষ্টিতে উপজেলার আগাম ফসল সরিষাসহ অন্য চাষে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এ ছাড়া বৃষ্টি অব্যাহত থাকায় খেটে খাওয়া শ্রমিকরা কাজে বের হতে পারেনি।
কৃষকরা জানান, গুড়ি গুড়ি বৃষ্টি যদি দীর্ঘ সময় চলতে থাকলে ফসলের ব্যাপক ক্ষতি হবে। এরইমধ্যে আগাম সরিষার আবাদে অনেক ক্ষতি হয়েছে। সরিষার জমিগুলো বৃষ্টি ও বাতাসের কারণে গাছ নুয়ে পড়েছে। ফুল ও ফল নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে সরিষা ফুলকে কেন্দ্র করে মধুচাষেও পড়েছে বিপর্যয়। তারাও ক্ষতির আশঙ্কা করছেন।
সরিষা চাষিরা জানান, রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। জমিটা আগাম আবাদ করা হয়েছিল। গুড়ি গুড়ি বৃষ্টি দীর্ঘক্ষণ থাকায় গাছগুলো নুয়ে পড়েছে। ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এত আমার বেশ ক্ষতি হবে।
দীর্ঘ সময় বৃষ্টি হলে যেসব সরিষা গাছে ফুল ও ফল এসেছে। সেগুলো নষ্ট হয়ে যাবে।রাত থেকে বৃষ্টি শুরু হওয়ায় সকালেই সব জমির গাছ লুটে পড়েছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা আশোক কুমার বিশ্বাস দেশচিত্রকে বলেন, আগাম সরিষার চাষ যেগুলো হয়েছে ফুল ছরে গেছে সেগুলোর ক্ষতির সম্ভাবনা রয়েছে। যে সকল জমিতে পরে আবাদ করেছে আর যদি বৃষ্টি না হয় ক্ষতির সম্ভাবনা তেমন নেই।তবে কৃষকরা এ ক্ষতির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না,বৃষ্টির প্রভাবে দুশ্চিন্তার মধ্যেই কাটাচ্ছে কৃষকরা।
© Deshchitro 2024